ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগে করেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উথুরী গ্রামের ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম বাড়ির পাশে দুই একর জমি খনন করে দুই বছর আগে মৎস্য খামার গড়ে তোলেন। মৎস্য খামারটি গড়ে তোলার পর থেকেই রাতের অন্ধকারে এলাকার দূর্বৃত্তরা নানাভাবে হয়রানি করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা পূর্ব শুত্রু তার জের ধরে মৎস্য খামারে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লাখ মাছ মেরে ফেলেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা হবে ক্ষতিগ্রস্ত খামার মালিক রফিকুল ইসলাম জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন