বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনা-৪ আসনের সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী

বিএনপির পুনরায় নির্বাচন দাবী

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩২ এএম

২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত পাবনা -৪ আসনের সংসদ উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন সর্বমোট ২ লাখ ৩৯ হাজার ৯শ ২৪ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫ 'শ ৭৬ ভোট এবং জাতীয়পার্টির নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। তবে কোন কেন্দ্রেই হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ)এর পুলিং এজেন্ট ছিল না। দু' একটি কেন্দ্রে অফিস দেখা গেলেও কোন কর্মী ছিল না। আওয়ামী লীগের প্রার্থীর করা মামলা, হুমকীর কারনে এজেন্ট ও কর্মী ভোটের মাঠে থাকতে পারেনি বলে তিনি দাবী করেছেন।অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অভিযোগ ভিত্তি হীন বলে দাবী করে বলেছেন, দলীয় নেতাকর্মীদের সাথে সম্পর্কে ফাটল থাকায় সে কর্মী শূন্য হয়ে বাড়ীতে বসে এসব কথা বলছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হলেও বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এ' নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় ভোট দাবী করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
salman ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:১২ এএম says : 0
FAIR Election holay ai... er JAMANOT thakto naa
Total Reply(0)
মোঃ যুবায়ের হোসেন ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৫ পিএম says : 0
এভাবে যে প্রত্যেকটি নির্বাচনেই ভোটচুরি করে অালীগ জয়ী হয় তা সবাই জানে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন