শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোলা জেলার উন্নয়নে ‘ভোলা প্রকল্প’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে - প্রকল্প পরিচালক

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৬ পিএম

ভোলা প্রকল্পের প্রকল্প পরিচালক, মমিন মজিবুল হক সমাজী গত শুক্রবার থেকে রবিবার পযর্ন্ত ভোলা জেলার ভোলা সদর উপজেলা, চরফ্যাশন, লালমোহন,তজুমুদ্দিন, বোরহানউদ্দিন উপজেলার "ভোলা প্রকল্পের" বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন। এসময় তিনি ইনকিলাবকে বলেন করোনা, রোয়ানু এবং টানা বর্ষণ সত্ত্বেও ভোলা প্রকল্প লক্ষ্য মাত্রার প্রায় দিগুণ অগ্রগতি সাধন করে ভোলা জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।এতে করে পাল্টে গেছে গ্রাম-গ্রামান্তরের চিত্র। দুর্গম দ্বীপ জেলা "ভোলার প্রকল্পের "অন্তর্ভুক্ত সড়ক, ব্রীজ, কালভার্টের সিংহভাগ কাজ এখন শেষের পথে। এ ব্যাপারে গ্রামীণ অবকাঠামো উন্নয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মমিন মজিবুল হক সমাজী এই প্রতিবেদক কে জানান যে বর্তমান অর্থবছরে করোনা সত্ত্বেও প্রায় দিগুণ লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই অর্জিত হয়েছে। এলজিইডির কেন্দ্রীয়, বিশেষত প্রধান প্রকৌশলী জনাব মোহম্মাদ আব্দুর রশিদ খানের মাঠ পর্যায়ে মনিটরিং এবং গুণগত মান রক্ষার জন্য যন্ত্রপাতি ও লজিস্টিক সুবিধা প্রদানের কারণে এই অগ্রগতি আরো ত্বরান্বিত হয়েছে বলে জানান। তবে এই গুণগত মান আরো বৃদ্ধির সুযোগ আছে মর্মে প্রকল্প পরিচালক জানান। এছাড়া ভোলার দ্রুত শিল্পায়নের ফলে এবং বর্তমানে সরকারের অন্যান্য অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় সড়কের ডিজাইন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোপরি জলবায়ু সহিষ্যু অবকাঠামো আগামীতে নির্মাণ করা হবে মর্মে তিনি জানান। এসময় কাজের গুনগত মান বজায় রেখে কাজ করার জন্য সংশ্লিস্টদের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী দেওয়ান মোঃ আবদুস সবুর, সহকারী প্রকৌশলী সুমন মুন্সী ভোলা সদর উপজেলা প্রকৌশলী সুব্রত দাস, বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন,তজুমুদ্দিন উপজেলা প্রকৌশলী সাদ মোঃ জগলুল ফারুক জুয়েল,লালমোহন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,এইচ এম লু্ৎফর রহমান,সিনিয়র সুপারভিশন ইন্জিনিয়ার,ভোলা প্রকল্প, উপসহকারী প্রকৌশলী সফিউল আলম ভোলা প্রকল্প, উপ সহকারী প্রকৌশলী নিয়ামুল হোসেন, চরফ্যাশনের উপ সহকারী প্রকৌশলী শামীম হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন