বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রীড়া মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮:০২ পিএম

সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য তিন সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রোববার এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কমিটির সদস্যরা হলেন- এনএসসির পরিচারক (অর্থ) তৌহিদুর রহমান, উপ-পরিচালক আবুল হোসেন হাওলাদার এবং আইন কর্মকর্তা এসএম কবিরুল হাসান। খুব শিগগিরই এই কমিটি তাদের কাজ শুরু করবে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান। তিনি বলেন, ‘বাফুফের নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় সে জন্য আমরা গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করেছি। আশা করছি এই টিমটি দু’দিনের মধ্যেই কার্যকর হবে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সার্বক্ষনিক কাজ করবে এই টিম। আপাতত তিন সদস্যের টিম হলেও এর সদস্য সংখ্যা বাড়তে পারে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন