শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্যাডমিন্টনে নতুন অ্যাডহক কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৫ পিএম

নতুন সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার


বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে ১ সেপ্টেম্বর। তবে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। রোববার এক প্রজ্ঞাপনের (নং-এনএসসি/১২০/১৪/জেন/৭৯৮) মাধ্যমে ২৭ সদস্যের এই কমিটির অনুমোদন দেন এনএসসি সচিব মাসুদ করিম। আগের কমিটির সভাপতি ড. আবদুল মালেককে স্বপদে রেখেই নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে কবিরুল ইসলাম শিকদারকে। সহ-সভাপতি করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, কে এম শহিদ উল্যা, আলমীগর হোসেন ও ডিএস ফয়সাল হায়দারকে। দুই যুগ্ম সম্পাদক যথাক্রমে জিয়াউল হক জুয়েল ও হাফিজুর রহমান মিলন। আর কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মনোয়ারুল আলম বাবুল। বাকি ১৮ জন সদস্য। দীর্ঘ দিন পর ব্যাডমিন্টনের কোন কমিটিতে নেই গোলাম আজিজ জিলানী। বাদ পড়েছেন বিতর্কিত সংগঠক জাহিদুল হক কচি। সর্বশেষ নির্বাচিত কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক জাতীয় দলের শাটলার কবিরুল ইসলাম শিকদার। এর আগেও দু’বার ফেডােেরশনের সদস্য ছিলেন তিনি। নিজ ক্যারিয়ারে কুমিল্লা জেলা ব্যাডমিন্টনের পুরুষ এককে ১৮ বার চ্যাম্পিয়ন ছিলেন কবির। এছাড়া ১৯৮৫-২০০২ সাল পর্যন্ত ছিলেন জাতীয় দলের শাটলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD mozammel ১২ নভেম্বর, ২০২০, ৩:৩২ পিএম says : 0
আসসালামুয়ালাইকুম আমি ভালো ব্যাডমিন্টন খেলতে পারি কিন্তু আমাদের এখানেই বা আমার জানামতে কোন ভালো ব্যাটমিন্টন খেলার মত ক্লাব নেই আমি আগ্রহ প্রকাশ করি আমি একদিন বাংলাদেশের জাতীয় টিমে ব্যাডমিন্টন খেলতে পারব তাই আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি যে আমি কিভাবে বাংলাদেশের জাতীয় টিমের ব্যাডমিন্টন খেলোয়াড় হতে পারব আমাকে যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকতাম
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন