বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্মৃতিকথা লিখছেন নীনা গুপ্তা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

‘বাধাই হো’ অভিনেত্রী নীনা গুপ্তা তার একান্ত ও পেশাগত জীবনের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণমূলক বাই ‘সাচ কহুঁ তো’ লিখছেন। পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া প্রকাশনা সংস্থার তত্ত্বাবধানে ২০২১ সালে বইটি প্রকাশিত হবে। ‘সাচ কহুঁ তো’র বর্ণনা শুরু হবে দিল্লির কারলবাগের তার শৈশব জীবন থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে তার পড়াশোনা এবং ১৯৮০’র দশকে কাজের সন্ধানে তার বম্বে আগমন। পেঙ্গুইনের প্রতিষ্ঠান এমবারি প্রেস বাইটি প্রকাশ করবে। ভারতের জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রীর পেশাগত ব্যাপ্তি ৩৫ বছরের। ‘ত্রিকাল’, ‘মান্ডি’ এবং ‘উৎসব’-এর চলচ্চিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তার খ্যাতি আরও মাত্রা পায় ১৯৯৮ সালের টিভি সিরিজ ‘সাঁস’ আর সিস্কি’ দিয়ে। তবে শতাব্দী পেরোলে তার ব্যস্ততা কমে যায়। তবে অনুভব সিনহার ‘মুলক’ আর অমিত শর্মার ২০১৮’র ‘বাধাই হো’ চলচ্চিত্র দিয়ে তিনি আবার আলোচনায় ফেরেন। ৬১ বছর বয়সী তারকা জানান করোনাকালে উত্তরাখন্ডের মুক্তেশ্বরে থাকার সময় তার স্মৃতিকথা লেখার কথা মাথায় আসে। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে নীনার ৮০’র দশকে সম্পর্ক হয় তাতে মাসাবা গুপ্তার জন্ম হয়। মাসাবাকে তিনি একক মা হিসেবে বড় করেন। মাসাবা এখন প্রতিষ্ঠিত ফ্যাশনর ডিজাইনার। নীনা ২০০৮ সালে দিল্লি ভিত্তিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহরাকে বিয়ে করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন