বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ছয় মাস পর খুলল রমনা পার্ক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৯ এএম

করোনায় হাঁপিয়ে উঠা রাজধানীর মানুষের চলাচল ও ব্যায়ামের জন্য দীর্ঘ ৬ মাস পর রমনা পার্কের গেইট খুলে দেয়া হয়েছে। গতকাল রোববার রমনা পার্কটি খুলে দেওয়া হয়। নগরবাসীর প্রিয় এই অবসর কাটানোর সবচেয়ে বড় পার্কটি বন্ধ থাকায় পার্কের নিয়মিত সকালে ভ্রমণকারী ও দর্শনার্থীরাক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের পাদুর্ভাবের কারছে কর্তৃপক্ষ পার্কটি বন্ধ রাখতে বাধ্য হয়।

এ বিষয়ে পার্ক দেখভালের দায়িত্বে থাকা গণপ‚র্ত অধিদপ্তরের সার্কেল-১-এর কর্ম সহকারী শামসুল ইসলাম বলেন, আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। এই সময় সকলেই চলাচল করতে পারবেন।

গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণার পরই নগরবাসীর প্রিয় এই ব্যয়াম চর্চা, অবসর কাটানোর সবচেয়ে বড় পার্কটি বন্ধ করা হয়। গত ৩১ মে সাধারণ ছুটি তুলে নেয়া হলেও পার্কটি বন্ধই ছিল।
এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন