মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোদাগাড়ীতে পুষ্টির জন্য সমন্বিত কৃষি বিকাশ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫৭ এএম

বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে পুষ্টির জন্য সমন্বিত কৃষি বিকাশ সম্পর্কিত কর্মশালা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটারিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের প্রফেসর এবং লিড এগ্রোনসিস্ট খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশ মোঃ আব্দুল কাদের, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুল কবীর।
প্রশ্ন উত্তর পর্বে অংশ গ্রহন করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অতুনো সরকার, মোঃ নূরুল ইসলাম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলামিস্ট মোঃ হায়দার আলী প্রমূখ। বক্তাগণ বসত বাড়ীতে শাক সবজি চাষ, খরা সহনশীল ধান চাষ, ড্রাগন, পেঁপে, মালটা চাষ, উন্নত জাতের গাভি পালন, সোনালী, ককসহ উন্নত জাতের হাঁস মুরগি পালন, সারাবছর যেন মৌসুমি সবজি চাষ করা, ভাল বীজ, উন্নত মাছের পোনা সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা বাস্তবে কিভাবে প্রয়োগ করা যায় । সে ব্যপারে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর আব্দুল কাদের দিকনির্দেশনা দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন