বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনিকে দেখতে হাসপাতালে জার্মান চ্যান্সেলর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪৫ পিএম

রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনিকে দেখতে হাসপাতালে জার্মান চ্যান্সেলর।রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি সোমবার জানিয়েছেন, বার্লিনের হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। টুইটে নাভালনি বলেন, আমরা বৈঠক করেছি। কিন্তু এটি কোনো অত গোপনীয় নয়। এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নাভালনিকে দেখতে গোপনে চ্যারিটি হাসপাতালে গিয়েছেন মের্কেল। -ইউরো নিউজ

গত আগস্টে সাইবেরিয়া থেকে মিনস্ক আসার সময় বিমানে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। মিনস্কে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মিনস্কে ২ দিন কোমায় থাকার পর জার্মানির হাসপাতালে নাভালনি ২৪দিন ইনটেনসিভ কেয়ারে ছিলেন। ফ্রান্স, সুইডেন ও জার্মানির ল্যাবে নাভালনির শরীরের নমুনা পরীক্ষা করে সোভিয়েত যুগের নভিচক নার্ভ এজেন্ট শনাক্ত করেছে। তবে রাশিয়ার ডাক্তাররা বলেছেন, নাভালনির শরীরে কোনো কিছু পাওয়া যায় নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নভিচক বিষ প্রয়োগ করে বিরোধী ও সমালোচকদের হত্যার অভিযোগের তালিকা দীর্ঘ। এর আগে ব্রিটেন বলেছিলো, ২০১৮ সালে ইংল্যান্ডের সেলসব্যুরিতে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার কন্যার ওপর নভিচক বিষ প্রয়োগ করে ব্রিটেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও অন্যান্য বিশ্বনেতারা নাভালনি হত্যাচেষ্টার তদন্ত দাবী করেছেন। নাভালনির পরিবার ও মিত্ররা বলছেন এই বিষ প্রয়োগের সঙ্গে ক্রেমলিন সরাসরি জড়িত। তবে রাশিয়া এটি প্রত্যাখ্যান করে আসছে। সেই সঙ্গে কোনো তদন্ত দলও গঠন করে নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন