শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

টিসিবিতে জনবল বাড়ানোর সুপারিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তে জনবল বাড়ানো সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আপদকালীন মজুদ সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারী প্রতিষ্ঠান কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব উল আলম হানিফ ও মুহিবুর রহমান মানিক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, টিসিবি আপদকালীন সময়ে মানুষকে ন্যায্য মুল্যে পণ্য দেয়। এজন্য প্রতিষ্টানটির গুরুত্ব অসরিসীম। কিন্তু টিসিবিতে জনবলের ঘাটতি রয়েছে। এজন্য কমিটি জনবল বাড়ানোর সুপারিশ করেছে। এছাড়া সেখানে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে। কমিটি সূত্র জানায়, বৈঠকে টিসিবির জনবল বৃদ্ধি, বৈঠকে ভোক্তা চাহিদা অনুযায়ী সপ্তাহের অন্যান্য দিনের ন্যায় শুক্র এবং শনিবারও ট্রাকের মাধ্যমে পণ্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে টিসিবির ডিলার নিয়োগে সব ধরণের অনিয়ম ও ডিলারদের সব ধরণের কারসাজি বন্ধে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মতামত গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) কর্তৃক উৎপাদিত খাদ্য ও পণ্য সামগ্রী টিসিবি’র মাধ্যমে বিক্রয়ের সুপারিশ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন