শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

সিলেটের এমসি কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষণের সাথে জড়িকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে নগরীর মালোপড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ আয়োজিত হয়েছে। গতকাল সোমবার সকালে এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আস্থাভাজন ও প্রাণের সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের সন্ত্রাসী ও দুস্কৃতিকারী নেতাকর্মীরা প্রতিনিয়ত দেশে বিভিন্ন ধরনের অপকর্ম করে গেলেও তিনি নীরব থাকেন। তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষণের সেঞ্চুরী উদযাপন করলেও সরকার তার বিরুদ্ধে কোন ব্যবস্থা তিনি নিতে পারেন নি। পূর্বে যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলো তাদেরকে সোনার মেডেল দিয়ে এবং এমপি বানিয়ে পুরষ্কৃত করেছেন এই সরকার। ছাত্রলীগের নেতারা শুধু ঐ নারীকেই ধর্ষণ করেনি। এর মাধ্যমে গোটাজাতির সাথে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
নারী পুরুষ কেউ এই সরকারের নিকট নিরাপদ নয় উল্লেখ করে মিনু আরো বলেন, দেশ এখন সন্ত্রাস ও দুর্নীতিতে ভরে গেছে।
প্রতিদিন টিভি ও পত্রিকার পাতা খুললে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হাজারো অপকর্ম চোখে পড়ে। ঐ নারীকে ধর্ষণের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি প্রদানের জন্য বিচার বিভাগের প্রতি আহবান জানান। এই সকল অন্যায় ও অপকর্ম থেকে দেশের জনগণকে বাঁচাতে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনের মধ্যে দিয়ে এই অন্ধকার রাতের ভোটের সরকারকে হটিয়ে দেশে আবারও গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠান করা হবে জানান তিনি।
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজাশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন। উক্ত প্রতিবাদ সমাবেশটি পরিচালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রবি এবং আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্তুজা ফামিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো সহ মহানগর ও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট এর সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা প্রদান করে। পরে তারা পার্টি অফিসের সামনেই প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে ছাত্রদল নেতৃববৃন্দ ছাত্রলীগের কর্মকান্ড স্থগিত করে সংগঠনটিকে বাতিল করার জন্য সরকারের প্রতি আহবান জানান। সেই সাথে ধর্ষণের সাথে জড়িতের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন