বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রথমবার দোকানে মাস্ক পরার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

নতুন করে করোনা সংক্রমণ ভাবিয়ে তুলেছে নেদারল্যান্ড সরকারকে। পরিস্থিতিকে মারাত্মক আখ্যায়িত করে প্রথমবারের মতো দোকানে মুখে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং। এতে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে নেদারল্যান্ডে। এক কোটি ৭০ লাখ মানুষের এই দেশে এ সপ্তাহে প্রতিদিন সেখানে করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। ফলে সরকারকে বিষয়টি ভাবিয়ে তুলেছে। তাই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এটা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। স্থায়ী হবে কমপক্ষে তিন সপ্তাহ। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু ভাইরাস তার চেয়ে বেশি অগ্রসর হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী মার্ক রুট টেলিভিশনে সংবাদ সম্মেলনে বলেছেন, দেশের তিনটি বৃহৎ শহর আমস্টার্ডাম, রটারড্যাম ও হেগ-এর অবস্থা গুরুত্বর। সেখানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। অত্যাবশ্যক ছাড়া ওই তিনটি শহরে সফর মঙ্গলবার থেকে বন্ধ রাখতে জনসাধারণের প্রতি আহŸান জানানো হয়েছে। রাত ১০ টার মধ্যে রেস্তোরাঁ ও বার বন্ধ করে দিতে হবে। একই রকম ব্যবস্থা নিয়েছে বৃটেন, স্পেন ও ফ্রান্স। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন