বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আক্রান্ত ইলেভেন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

নাপোলির বিপক্ষে আধা ডজন গোল খাওয়ার ক্ষতটা এখনও দগদগে। এরমধ্যেই আরও বড় দুঃসংবাদ পেয়েছে ইতালিয়ান ক্লাব জেনোয়া। দলের ১১ জন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সবমিলিয়ে ১৪ জন। ফলে তোরিনোর বিপক্ষে মাঠে নামার আগে বেশ বড়সড় ধাক্কা খেয়েছে দলটি। অবশ্য কোন ১১ জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ এসেছেন তা জানায়নি ক্লাবটি। তবে স্কাই ইতালিয়ার সংবাদ অনুযায়ী, এর মধ্যে ৬ জন খেলোয়াড় আগের দিন নাপোলির বিপক্ষে মাঠে নেমেছিলেন। পরশু এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘এরমধ্যেই কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রোটকল অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গত শনিবারই দলের মেতিয়া পেরিন কোভিড-১৯ পজিটিভ হন। এরপর দিন সকালে লেসে স্কোনিরও আক্রান্ত হওয়ার খবর মিলে। তাতেই ধারণা করা হয়েছিল বড় কোনো ঝামেলায় পড়তে যাচ্ছে দলটি। ম্যাচ শেষে তাই দলের সবারই পরীক্ষা করানো হয়। সেখানেই ১৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। দলের বড় অংশ কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আগামী শনিবার তুরিনোর বিপক্ষে জেনোয়ার ম্যাচটি তাই স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া একই শঙ্কায় আছে নাপোলিও। আগের দিনই জেনোয়ার বিপক্ষে খেলায় তাদেরও আইসোলেশনে থাকা প্রয়োজন। তবে তাদের দলের বড় অংশ যদি আক্রান্ত হলে পুরো লিগই স্থগিত হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বেশ কিছু ইতালিয়ান সংবাদমাধ্যম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন