বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফিরেও লঙ্কা যাওয়া হচ্ছে না সাকিবের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরই উঠে এলো লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণের প্রসঙ্গ। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়ে দিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলার কোনো সম্ভাবনা তিনি দেখেন না।
এলপিএলের প্রথম আসর শুরু হওয়ার কথা ছিল গত ২৮ আগস্ট। করোনাভাইরাস পরিস্থিতিতে পরে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা আগামী ১৪ নভেম্বর। টুর্নামেন্টের নিলামে বিদেশি ক্রিকেটারদের তালিকায় সাকিব আল হাসানের নাম আছে বলে খবর এসেছে সংবাদমাধ্যমে। এছাড়াও তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ বাংলাদেশের আরও বেশ কজন ক্রিকেটারের নাম থাকার কথা নিলামে।
বিসিবিতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিতের খবর জানানোর পর ওই সংবাদ সম্মেলনেই প্রশ্ন উঠল, সাকিবদের কি এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দেওয়া হবে? বিসিবি সভাপতির ছোট্ট উত্তর, ‘আমি তো সম্ভাবনা দেখি না কোনো।’
এক বছরের নিষেধাজ্ঞা শেষে গতকাল থেকেই সব ধরনের ক্রিকেটে ফিরেত পারছেন সাকিব। এলপিএলের নিলামে সাকিবের নাম আছে, এই প্রশ্নে নাজমুল হাসানের উত্তর, ‘আমাদের এখানে খেলা শুরু হয়ে যাচ্ছে। এখানে খেলুক।’
শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও বাংলাদেশের ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাবেন। ঘরোয়া ক্রিকেট শুরু করা নিয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। এলপিএলের সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেই খেলতে হবে ক্রিকেটারদের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন