শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

খাবারে বিষ দেয়ায় মৃত্যুদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

কিন্ডারগার্টেনে পড়ুয়া শিক্ষার্থীদের খাবারে বিষ দেয়ার অপরাধে এক নার্সারি শিক্ষিকাকে মৃত্যুদন্ড দিয়েছে চীনের একটি আদালত। গত বছর জিয়াওজু শহরে একটি কিন্ডারগার্টেনে সকালের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ২৩ শিক্ষার্থী। এদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়। এই অঘটনার অভিযোগে ওয়াং উন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

আদালত রায়ে জানায়, কলহের জের ধরে শিক্ষিকা ওয়াং উন তার সহকর্মীদের শিক্ষার্থীদের খাবারে সোডিয়াম নাইট্রেট ঢেলে দেন। তার এই কাজকে ‘জঘন্য ও বিদ্বেষপূর্ণ’ বলে উল্লেখ করেছে আদালত। গত বছরের ২৭ মার্চের এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সকালের নাশতা খাওয়ার পর পরই বমি শুরু হয় ২৩ শিশু এবং অজ্ঞান হয়ে পড়ে তারা। পরে পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্ত শিক্ষকই তাদের খাবারে বিষাক্ত কিছু মিশিয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার ওয়াং উনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সূত্র : বিবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন