শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইন্ডিজ লড়াইয়ে বৃষ্টির বাধা

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ১২৬ রানে পড়েছিল প্রথম ৫ উইকেট, শেষ ৫টি মাত্র ১৪ রানে। মাঝে ষষ্ঠ উইকেটে অসাধারণ এক জুটি। রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহার সেঞ্চুরি। সাড়ে তিনশ ছাড়িয়ে ভারত। সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হলো বেশ ভালো। সফরকারীরা দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ১০৭ রান নিয়ে। ক্রেইগ ব্রেথওয়েট ও লিওন জনসনের উদ্বোধনী জুটি ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় ৫৯ রান। সেই ২০১৪ সালেল ডিসেম্বর থেকে ২৫ ইনিংস পর আবারও অর্ধশত রানের শুরু পেলো ওয়েস্ট ইন্ডিজ! লোকেশ রাহুলের সরাসরি থ্রোতে জনসনের রান আউটে ভাঙে এই জুটি। তবে ব্রেথওয়েইট ও ড্যারেন বুাভো দিন শেষ করেন ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে। গতকাল সেখান থেকেই শুরু করতে গিয়েই বিপত্তি। রিপোর্টটি লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি বল!
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: (আগের দিন ২৩৪/৫) ১২৯.৪ ওভারে ৩৫৩ (অশ্বিন ১১৮, সাহা ১০৪, জাদেজা ৬, ভুবনেশ্বর ০, শামি ০*, ইশান্ত ০; গ্যাব্রিয়েল ২/৮৪, জোসেফ ৩/৬৯, কামিন্স ৩/৫৪, হোল্ডার ০/৩৪, চেইজ ০/৭০, ব্রেথওয়েইট ০/২৭)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৭ ওভারে ১০৭/১ (ব্রেথওয়েট ৫৩*, জনসন ২৩, ব্রাভো ১৮*; ভুবনেশ্বর ০/১১, শামি ০/৩৫, অশ্বিন ০/১৭, ইশান্ত ০/২৬, জাদেজা ০/৯)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন