বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বন্ধ নয় ঠাকুরগাঁও সুগার মিলকে আরো আধুনিকায়ন করা হবে- শিল্প মন্ত্রী নরুল মজিদ মাহমুদ হুমায়ুন

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৭:৫২ পিএম

শিল্প মন্ত্রী নরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বন্ধ নয় ঠাকুরগাঁও সুগারমিলকে আরো আধুনিকায়ন করা হবে। মিলটির সাথে জড়িতদের স্বার্থ দেখার জন্যই আমরা এসেছি। যেসব যন্ত্রপাতি পুরনো আছে সেগুলোকে পরিবর্তন করে কিভাবে মিলটিকে আরো অত্যাধুনিক করা যায় সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে। এখানে যুগ যুগ ধরে যারা কাজ করছেন তারা তো থাকবেনই উপরন্তু নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি মিলটির বিশাল সম্পদ পড়ে রয়েছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী দেশে এক ইঞ্চি জমি পড়ে থাকবেনা বলে ঘোষণা দিয়েছেন, সে ঘোষণা অনুযায়ী আমরা মিলের প্রত্যেকটি সম্পদকে কাজে লাগাবো। শ্রমিকদের কর্মসংস্থান সৃস্টি করা, আখচাষিসহ মিল সংশ্লিষ্ট সকলের সারা বছরের আয়ের ব্যবস্থা করার জন্য বিনিয়োগের মাধ্যমে কিভাবে লাভজনক করা যায় তার উদ্যোগ নেয়া হচ্ছে। এ কারণে চিনি শিল্পকে ইউরোপসহ উন্নত বিশে^র মতো নতুন করে সাজানো হচ্ছে। তিনি বলেন, সুগার বিট উৎপাদন সহ অধিক রস সংগ্রহসহ পুরো প্রতিষ্ঠানকে লাভজনক করা হবে যাতে করে শুধু তিন মাস নয় সারা বছর মিল চালু থাকে। কম্বোডিয়া ,

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরে তিনি সুগারমিল কর্মকর্তা কর্মচারি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন।

এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন,চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান সনৎ কুমার সাহা, কর্পোরেশন সচিব আব্দুল ওহাব, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এম শাখাওয়াৎ হোসেনসহ সুগার কর্পোরেশন ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md sazu ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৯ এএম says : 0
যারা চাকরি জন্য হয়রানি, তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা । মিলটির বিশাল সম্পদ পড়ে রয়েছে একে কাজে লাগানো। বলেন, প্রধানমন্ত্রী দেশে এক ইঞ্চি জমি পড়ে থাকবেনা বলে ঘোষণা দিয়েছেন, সে ঘোষণা অনুযায়ী আমরা মিলের প্রত্যেকটি সম্পদকে কাজে লাগাবো। শ্রমিকদের কর্মসংস্থান সৃস্টি করা, আখচাষিসহ মিল সংশ্লিষ্ট সকলের সারা বছরের আয়ের ব্যবস্থা করার এতে দেশের আয়ের উন্নতি হবে,,, মো:সাজু হক ঠিকানা: হরিহর পুর, ঠাকুরগাঁও রোড পাড়াশোনা,এইচএসসি ২০১৫ ব্যাচ
Total Reply(0)
Sazu ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৫ এএম says : 0
যারা চাকরি জন্য হয়রানি, তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা । মিলটির বিশাল সম্পদ পড়ে রয়েছে একে কাজে লাগানো। বলেন, প্রধানমন্ত্রী দেশে এক ইঞ্চি জমি পড়ে থাকবেনা বলে ঘোষণা দিয়েছেন, সে ঘোষণা অনুযায়ী আমরা মিলের প্রত্যেকটি সম্পদকে কাজে লাগাবো। শ্রমিকদের কর্মসংস্থান সৃস্টি করা, আখচাষিসহ মিল সংশ্লিষ্ট সকলের সারা বছরের আয়ের ব্যবস্থা করার এতে দেশের আয়ের উন্নতি হবে,,, মো:সাজু হক ঠিকানা: হরিহর পুর, ঠাকুরগাঁও রোড পাড়াশোনা,এইচএসসি ২০১৫ ব্যাচ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন