শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৩ দিনে ৩টি বিওপি বসিয়েছে নেপাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

ভারতের সঙ্গে তাতোপানি সীমান্তে নেপাল মঙ্গলবার ১৫তম সীমান্ত পর্যবেক্ষণ চৌকি (বিওপি) স্থাপন করেছে। ধরশুলা জেলার রুপালিগাদে একটি বিওপি স্থাপনের পরদিনই ওই চৌকি স্থাপন করা হলো। ভারতের উত্তরখন্ড রাজ্যের চম্পাবত জেলার পুর্নাগিরির বিপরীতে স্থাপিত বিওপি হলো তিন দিনের মধ্যে স্থাপিত তৃতীয় বিওপি। এর আগে সীমান্ত এলাকায় আরো ১৪টি বিওপি নির্মাণ শুরু করে নেপাল। নেপাল ও ভারতের মধ্যে ২৭৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এগুলো নেপালের ধরশুলা, বাতিদাদি, দাদেলধুরা ও কাঞ্চনপুরার সঙ্গে। যার তিনটিই উত্তরখন্ড রাজ্য-লাগোয়া। তাতোপানিতে সর্বশেষ বিওপি নির্মাণের কাজ উদ্বোধন করেন নেপাল আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) ডিআইজি হরিশঙ্কর বুধাথোকি। তিনি বলেন, ভারত ও নেপালের মধ্যে সীমান্ত উন্মুক্ত। তাই এসব বিওপি চোরাচালানের মতো অপরাধম‚লক তৎপরতা ও অ বেধভাবে সীমান্ত পারাপার বন্ধে সাহায্য করবে। গত রোববার নেপাল তার ধরশুলা জেলার দাতুতে বিওপি উদ্বোধন করে। পরদিন করা হয় রুপালিগাদে। এর কয়েকদিন আগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা কালাপানির কাছে চাঙরু গ্রামে এপিএফের ব্যাটালিয়ন সদর দফতর নির্মাণের কাজ উদ্বোধন করেন। টিএনএন, এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন