শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জীবনকে সুন্দর করতে ইসলামের বিধান মানতে হবে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, ক্ষণস্থায়ী এই ইহজীবনকে সুন্দর ও সাফল্যময় করতে এবং পরকালীন অনন্ত জীবনে মুক্তির সৌভাগ্য অর্জনে দ্বীন ইসলামের বিধি-বিধান পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। মইনীয়া যুব ফোরাম পটিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শাহ আলমগীর সওদাগর মাইজভান্ডারী (রহ.) স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মইনীয়া যুব ফোরাম পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইস্কান্দর আলীর সঞ্চালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন হাজী মো. নওশাদুল আলম। বিশেষ অতিথি ছিলেন আনজুমান কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কবির চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মো. শহীদুল্লাহ, বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ মঞ্জুরুল আনোয়ার চৌধুরী। এদিকে আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ.)-এর ষাম্মাসিক ওরছ মাহফিল ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। সভপতিত্ব করেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন