শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পূর্ব বিরোধের জের ধরে হামলা : গ্রেফতার ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১০:২৭ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হারুনুর রশীদ নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হারুন উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দশবাহা গ্রামের আকতার হোসেনের সাথে হারুনুর রশীদগংয়ের পূর্ব বিরোধ ছিল। একপর্যায়ে পরিকল্পিতভাবে হারুনুর রশীদগং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আকতার হোসেনের পরিবারের উপর হামলা চালায়। হামলায় আকতার হোসেন ও তাসলিমা আক্তার আহত হন। পরে হামলাকারীরা আকতার হোসেনের ঘরের সাড়ে ছয়লাখ টাকা মূল্যের জিনিসপত্র ভাঙচুর, ১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দশভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। এ ঘটনায় আকতার হোসেন বাদী হয়ে হারুনুর রশীদসহ ছয়জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন