শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কারাবাখ ছাড়লেই শুধু আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব: এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৯:২০ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কারাবাখ অঞ্চল থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহার করা হলেই কেবলমাত্র দেশটির সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব।

বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট একথা বলেছেন। তিনি বলেন, শুধুমাত্র কারাবাখ অঞ্চল থেকেই আর্মেনিয়াকে চলে যেতে হবে না বরং আজারবাইজানের যত এলাকায় তাদের সেনা রয়েছে তার সব জায়গা থেকে সব সেনা সরিয়ে নিতে হবে।

টেলিভিশনে দেয়া বক্তৃতায় এরদোগান আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার বিষয়টি সম্পূর্ণভাবে আর্মেনিয়ার ওপর নির্ভর করছে, তারা যদি আর আজারবাইজানের প্রতিটি অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয় তাহলে সেটা সম্ভব।

কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত কিন্তু ওই এলাকায় জাতিগত আর্মেনিয়ার লোকজনের বসবাস বেশি। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কারাবাখ অঞ্চলে হামলা চালিয়ে সেখান থেকে আজেরি জনগোষ্ঠীকে তাড়িয়ে দেয় এবং কারাবাখ অঞ্চলকে তারা দখল করে।

এসব সন্ত্রাসীর প্রতি আর্মেনিয়ার সমার্থন ছিল। সম্প্রতি আজারবাইজানের সেনাদের ওপর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালালে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত পাঁচ দিনের সংঘর্ষে এ পর্যন্ত একশ’র বেশী সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Jaker ali ২ অক্টোবর, ২০২০, ৩:০৭ পিএম says : 0
ইরানের ভুমিকা দুখঃ জনক ,,
Total Reply(0)
Kader sheikh ২ অক্টোবর, ২০২০, ৩:০৮ পিএম says : 0
সঠিক কথা বলেছেন।
Total Reply(0)
Habib ২ অক্টোবর, ২০২০, ৩:০৮ পিএম says : 0
ফিলিস্তিনের বেলায় এরদোগানের এই ভূমিকা কই থাকে? ইসরায়েলের সাথে উল্টো গভীর বন্ধুত্ব।
Total Reply(0)
মুহাম্মদ শোয়াইবুর রহমান ২ অক্টোবর, ২০২০, ৮:০৫ পিএম says : 0
সঠিক কথা বলেছেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন