বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৪:৩৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগি সংখ্যালঘু পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের পলাশ সরকার দাবি করেন যে গত ৩০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ প্রেসক্লাবে তার বিরুদ্ধে আইন মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার পরিচয়দানকারী নীল রতন মন্টু পূর্ব শত্রুতা হাসিলের জন্য তার চাচা রামহরি ও রাজহরি সরকারকে ব্যবহার করে তার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রনাদিত। তিনি ওই সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে দক্ষিন কেরানীগঞ্জের গোয়ালখালী গ্রামে নিজ বাড়িতে আজ শুক্রবার সকাল ১১টায় জনাকীর্ন এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,তিনি দীর্ঘদিন যাবত দক্ষিন আফ্রিকায় ছিলেন।দেড় বছর পূর্বে তিনি দেশে এসেছেন। কিন্তু তার চাচা রাজহরি সরকার উক্ত সম্মেলনে বলেছেন, সে তার অত্যাচারে ছয় বছর যাবত বাড়ি ছাড়া। যাহা ঢাহা মিথ্যা। তার বিরুদ্ধে নীল রতন মন্টুর প্ররোচনায় তার চাচা রামহরি ও রাজহরি তাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাদের দায়ের করা একটি মিথ্যা মামলায় তিনি ২৮দিন জেল খেটে বর্তমানে জামিনে আছেন। তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে গ্রাম্য আদালতে বিষয়টি মিমাংসা হয় যা তিন’শ টাকার স্ট্যাম্পে লিপিবদ্ধ আছে। কিন্ত প্রতিপক্ষ তার চাচা রামহরি ও রাজহরি নীল রতন মন্টুর প্ররোচনায় মিমাংসিত বিষয়টিকে নিয়ে তাকে বারবার হয়রানি করছে। পলাশ সরকার সংবাদ সম্মেলনে আরো বলেন, তার চাচাদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি আইন মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার পরিচয়দানকারী নীল রতন মন্টু মিমাংসা করে দেয়ার কথা বলে তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন। এতে তিনি তার কথায় রাজি না হওয়ায় সে ক্ষীপ্ত হয়ে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে শুরু করেন।তিনি এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ সরকারের মা কল্পনা রানী সরকার,কাকা সুরেশ সরাকার, কাকী আলো রানী সরকার, মাসি করুনা রানী সরকার, প্রতিবেশি মোঃ ইয়ানুস ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন