রাজশাহীর চারঘাটের মেরামতপুর এলাকা থেকে র্যাব পরিচয়ে চাঁদা দাবি করার সময় রুহুল আমিন (৩০) মাইনুল ইসলাম (৩২) কে হাতে নাতে দুই প্রতারককে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি বিশেষ টহলদল এই দুই প্রতারককে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলো, উপজেলার মেরামতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩০) ও একইগ্রামের নজরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (৩২)।
চারঘাট থানা সূত্রে জানা যায়, চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের রুস্তমের ছেলে পলাশ আহমেদকে র্যাব পরিচয়ে মাদক মামলার ইজাহারভুক্ত আসামীর তালিকা থেকে বাদ দেয়ার আশ^াসে টাকা দাবি করে আটককৃত দুই প্রতারক। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর র্যাব-৫ এর একটি বিশেষ টহলদল টাকা লেনদেনের সময় তাদেরকে কাকঁড়ামারী বাজার থেকে আটক করে চারঘাট থানা পুলিশে সোপর্দ করেন। এব্যাপারে পলাশের পিতা রুস্তম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং সকালে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন