বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের সঙ্গে চুক্তি করবে না সিরিয়া

যুক্তরাষ্ট্রকে সিরিয়া থেকে সরে যাওয়ার আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:২৭ এএম

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, আরব বিশ্বের বিশেষ করে ফিলিস্তিনি জনগণের স্বার্থক্ষুণ্ণ হয়- ইসরাইলের সঙ্গে কখনও এমন কোনও চুক্তি তার সরকার করবে না। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এ কর্মকর্তা বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার কয়েক দশকের দ্বন্দ্বের বিষয়ে সিরিয়া একটি সামঞ্জস্যপূর্ণ নীতি অনুসরণ করে আসছে। এখন কিছু আরব দেশ ইসরাইলের সঙ্গে চুক্তি করে ফিলিস্তিনিদের অধিকার এবং তাদেরকে বাস্তুচ্যুত করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার নিন্দা জানায় সিরিয়া। তিনি বলেন, সিরিয়া নিজেই তার অধিকার ফিরে পাওয়ার জন্য রুখে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনিদের ব্যাপারে যেকোনও ধরনের ব্যক্তিগত এবং আপসকামী চুক্তির কঠোর বিরোধিতা করে। সিরিয়া সব সময় ইসরাইলি শত্রু দের সঙ্গে যেকোনও চুক্তি সইয়ের বিরোধিতা করে এসেছে, যা আরব স্বার্থ এবং ফিলিস্তিনিদের অধিকার ক্ষতিগ্রস্ত করে। অপর খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবৈধভাবে ঢুকে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তাদেরকে অবিলম্বে সিরিয়া থেকে সরে যেতে হবে বলে আবারও আমেরিকার প্রতি আহবান জানিয়েছে সেদেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। বৃহস্পতিবার সিরিয়ার আল-ওয়াতান পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহযোগিতায় সব ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে ট্রাম্প সরকার। তবে সিরিয়ার সরকার ও জনগণ মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে চূড়ান্ত বিজয় অর্জন করবে। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনও তৎপরা চালাচ্ছে না বরং তাদের মিশন হচ্ছে ইসরাইল, সন্ত্রাসী ও উগ্রবাদীদের টিকিয়ে রাখা। মার্কিন সরকার সিরিয়ার জনগণের ক্ষতি করতে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে বলে তিনি জানান। সিরিয়ার সরকারের অনুমোদন ছাড়াই বর্তমানে সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদেরকে সরাসরি সহযোগিতা দেওয়ার পাশাপাশি সিরিয়া থেকে তেল চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। আল-জাজিরা, আল-ওয়াতান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন