শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাকে পাত্তা না দেয়া ট্রাম্প নিজেই আক্রান্ত, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৯:০৩ পিএম

করোনা ভাইরাস মহামারির সঙ্গে সারা দুনিয়া যখন প্রাণপণে লড়াই করে যাচ্ছে এবং ক্ষোদ যুক্তরাষ্ট্র যখন ভাইরাসে জর্জরিত তখন কোনো ভাবেই এই হুমকিকে পাত্তা দেননি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময় এই সংক্রমণ নিয়ে উদ্ভট সব মন্তব্য করে নানা বিতর্কের জন্ম দিয়েছেন। সেই ট্রাম্প আজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

করোনাভাইরাসকে হরদম তুচ্ছ-তাচ্ছিল্য করা, এ নিয়ে রসিকতায় মেতে ওঠা এবং ভুল বার্তা ছড়াতে সিদ্ধহস্ত ট্রাম্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের হট টপিক্স। তার আক্রান্ত হওয়ার খবরে নানা মন্তব্যে ভাসছে ফেসবুক।

ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়াও আক্রান্ত হয়েছেন। ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের সংস্পর্ষ থেকে করোনা আক্রান্ত হন বলে জানা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা হয়েছে। ট্রাম্পের ফুসফুসটা এখন ব্লিচ দিয়ে ধুয়ে দেয়া যায় না? মানুষের ভয়, ভোগান্তি আর মৃত্যু নিয়ে কি ছেলেখেলাই না খেলেছে লোকটা!’’

কাদের শেখ লিখেছেন, ‘‘আমার মতে এটা ট্রাম্পের আরেকটা কূটচাল ছাড়া কিছুই না। ট্রাম্প একটা মূর্খ যখন স্টেটমেন্ট আর জেনারেল নলেজ এর বিষয় আসে। এটা ট্রাম্পের নির্বাচন পূর্ববর্তী ডিবেটগুলো থেকে পালানোর একমাত্র রাস্তা। কেননা ডিবেটে তার সর্বোচ্চ দূর্বলতা গুলো ফুটে উঠবে। বলাইবাহুল্য ট্রাম্প নভেম্বর এর নির্বাচন পেছানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলো যেটা করতে সে ব্যার্থ হয়েছিলো।’’

ইয়াসিন কামেল পাটওয়ারি লিখেছেন, ‘‘করোনারে বিন্দুমাত্র পাত্তা না দেওয়া ড্রোনাল্ড ট্রাম্প।সে মনে করছিল সে করোনা থেকে শক্তিশালী, অথচ সে জানেনা সে হয়তো পারমাণবিক দিয়ে শক্তিশালী কিন্তু করোনার থেকে শক্তিশালী উগান্ডার এক মন্ত্রী।’’

মো: মেসবাহ উদ্দীন লিখেছেন, ‘‘আহা! আমাদের দেশেও যদি এমন হতো?দেশের মানুষের বিপদের দিনে হাস্যরস করা ক্ষমতাবানদের এই পরিণতি দেখার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। সীমা লঙ্ঘনকারীদের দর্পচূর্ণ-ই দেশবাসীকে এক মূহূর্তের জন্য প্রশান্তি দিতে পারে।’’

মামুনুর রশিদ লিখেছেন, ‘‘বিশ্ববাসীকে আশ্বস্ত করার জন্য কতই না বাণী শুনিয়েছেন বহুদিন ধরে।এখন আপনার নিজেকে আশ্বস্ত করবে কে? আর কাউকে খুঁজে না পেলে নিজের মেকি কথায় বিশ্বাস রাখুন।’’

সায়েম হোসাইন লিখেছেন, ‘‘জো বাইডেনের সাথে ডিবেটে ধরাশায়ী হওয়ার পর তার করোনা পজিটিভ হয়েছে, আমার কাছে মনে হয় এটা একটা বানোয়াট ঘটনা...।প্রথমত সে ডিবেট এড়ানোর কৌশল হতে পারে..।দ্বিতীয়ত করোনায় যারা মারা গেছে বা আক্রান্ত হয়েছে তাদের ফ্যামিলির কাছ থেকে অনুকম্পা পাওয়ার কৌশল হতে পারে..।’’

মাসুদ আহমেদ পাটওয়ারী লিখেছেন, ‘‘মানুষের ভয়, ভোগান্তি আর মৃত্যু নিয়ে ছেলেখেলা তো আমাদের দেশের মন্ত্রী আর নেতারাও কম খেলছেন না বরং আরো বেশী অমানবিক খেলা খেলে যাচ্ছে তাদের ব‍্যাপারেও সুসংবাদ পাওয়ার আশা করছি।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন