বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আল্লামা শফী (রহ.) বলিষ্ঠ আন্দোলনে নাস্তিকরা লেজগুটাতে বাধ্য হয়েছিল

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ভ‚মিকা পালন করতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের শক্তি দিয়ে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। আল্লামা শাহ আহমদ শফির (রহ.) আহ্বানে ২০১৩ সালে দেশের তাওহিদবাদী জনতা ঐক্যবদ্ধ হয়েছিলেন। সে সময়ে শাহবাগের নাস্তিক-মুরতাদের আস্ফালনের বিরুদ্ধে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর নেতৃত্বে গড়ে ওঠা বলিষ্ঠ আন্দোলনের কারণে শাহবাগ থেকে নাস্তিক-মুরতাদ ব্লগাররা লেজগুটাতে বাধ্য হয়েছিলো। হেফাজতের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে ইসলাম বিদ্বেষী শক্তি কার্যত পরাভূত হয়েছিলো। আমরা মরহুম আল্লামা শাহ আহমদ শফির জন্য আল্লাহর কাছে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। খেলাফত মজলিসের উদ্যোগে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (রহ.) স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালঅম হলে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলোচনা পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা মুহাম্মদ ইসা শাহেদী, বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, দেওভোগ মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী,
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, মুক্তিযোদ্ধা শওকত আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী , অধ্যাপক মো. আবদুল জলিল ও ডা. রিফাত হোসেন মালিক। আলোচনা শেষে আল্লামা শাহ আহমদ শফী’র (রহ.) রূহের মাগফিরাত কামানা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের নায়েবে আমীল মাওলানা সাখাওয়াত হেসাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Shah Alam Khan ৩ অক্টোবর, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
আমি ব্যাক্তিগত ভাবে এনাদের সাথে একমত পোষন করে বলতে চাই, আল্লামা শাহ্‌ আহমদ শফীর (রহঃ) নেতৃত্বে বলিষ্ঠ আন্দোলনের কারনে ধর্ম বিরোধীরা (ব্লগার) লেজগুটতে বাধ্য হয়েছিল। ওনার আন্দোলনের কারনেই সরকার শক্ত হাঁতে ব্লগারদেরকে প্রতিহত করতে পেরেছিলেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন