শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কম্পিউটার শিক্ষক পদে আবেদন করা যাবে ১৬ আগস্ট পর্যন্ত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কম্পিউটার শিক্ষক পদে অনলাইনে আবেদন ১৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের এক রিট মামলার নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনে শুধু সহকারী শিক্ষক (কম্পিউটার) পদের আবেদনের সময় আগামী ১৬ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে ইতঃপূর্বে যারা আবেদনের সুযোগ পেয়েছেন তারা ছাড়াও স¦ীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রি/সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, যেমনÑ নেকটার, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারী প্রার্থীগণ এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তবে তাদের নিয়োগের বিষয়টি আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন