বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ ও ‘৮৩’ সিনেমার মুক্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১০:৩১ এএম

দীর্ঘ সাত মাস ধরে প্রেক্ষাগৃহ বন্ধ ছিলো। এর কারণও ইতোমধ্যে সবারই জানা। তবে সম্প্রতি আনলক-৫ এর গাইডলাইন প্রকাশিত হয়েছে। যেখানে সিনেমা হল খোলার ব্যাপারে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ অক্টোবর থেকে খুলবে প্রেক্ষাগৃহের তালা, তবে অবশ্যই দর্শক সংখ্যা ৫০ শতাংশ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই পিছিয়ে গেল অক্ষয় কুমারের 'সূর্যবংশী' ও রণবীর সিংয়ের '৮৩' সিনেমার মুক্তি।

করোনাকালে সিনেমা হলের বিকল্প হিসেবে অনেক পরিচালক ও প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন। ইতোমধ্যে বিগ বাজেটের একাধিক সিনেমা নানা স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তিও পেয়েছে। তাহলে বি টাউনের আসন্ন সিনেমাগুলোও কি ওটিটিতে মুক্তি পাবে?বিশেষ করে চলতি বছরের বহুল আলোচিত সিনেমা অক্ষয় অভিনীত 'সূর্যবংশী' ও রণবীরের '৮৩' নিয়ে অনেকের মনেই এমন প্রশ্ন জেগেছিল।

তবে সেই আশায় আপাতত জল। বৃহস্পতিবার রিয়ালেন্স এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রধান শিবাশিষ সরকার জানান, 'এটা সত্যি যে, সূর্যবংশী আসন্ন দিওয়ালিতে মুক্তি পাচ্ছে না। কিন্তু সিনেমাটি কবে মুক্তি তা এখনও ঠিক হয়নি। এমন পরিস্থিতিতে দিওয়ালিতে সিনেমাটির মুক্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।'

তবে এর আগে এক সাক্ষাৎকারে শিবাশিষ জানিয়েছিলেন, 'আমরা শতভাগ চেষ্টা করছি যেন এই সিনেমাগুলি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আর সেজন্য খুব বেশি দেরিও করতে চাই না। তাই আসন্ন দিওয়ালি বা বড়দিনের মধ্যেই এই সিনেমাগুলোকে বড়পর্দায় মুক্তি দিতে প্রস্তুতি নিচ্ছেন তারা।'

শোনা যাচ্ছে, চলমান সঙ্কট ও সিনেমা হলে কম সংখ্যক দর্শক নিয়ে আশঙ্কায় রয়েছেন 'সূর্যবংশী' ও '৮৩'র প্রযোজকরা। আগামী বছরের মার্চে মুক্তি পেতে পারে এই দুই বিগ বাজেটের সিনেমা। যদিও এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে রোহিত শেঠির পরিচালনায় নির্মিত হয়েছে 'সূর্যবংশী'। এতে দীর্ঘ ১০ বছর পর ফের পর্দায় জুটি বেঁধেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। আর স্পেশাল ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে। অন্যদিকে ১৯৮৩ সালে কপিল দেবের বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে '৮৩' সিনেমাটি নির্মাণ করেছেন কবির খান। এতে জুটি বেঁধেছেন রণবীর সিংদীপিকা পাড়ুকোন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন