মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সময় অনুযায়ী ইন্টারনেট প্যাক কিনতে রবি’র আইবাডি

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সময়ের হিসেবে ইন্টারনেট কেনার সুযোগ এনে ডাটা সেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনল মোবাইল ফোন অপারেটর রবি। ইন্টারনেট প্যাক কেনায় দেশে প্রথমবারের মত এমন সেবা আনল অপারেটরটি। আইবাডি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ১০ মিনিট, ৩০ মিনিট, ১ ঘণ্টা, ২ ঘণ্টা বা ১০ ঘণ্টা প্যাকেজের যে কোনটি বেছে নিতে পারেন। প্রথমে গ্রাহকদের তাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে নিবন্ধন করতে হবে। এরপর শুধু মিনিট অনুযায়ী ডাটা প্যাক কিনে অ্যাক্টিভ করলেই ডাটা সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহক মাঝে-মধ্যে বা নিয়মিত যেভাবেই ইন্টারনেট ব্যবহার করুন না কেন সবার জন্যই সুবিধাজনক এই আইবাডি অ্যাপটি। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। কী পরিমাণ ডাটা ব্যবহার হলো তা পরিমাপ করার জন্য এমবি ও জিবি’কে মাপকাঠি হিসেবে ব্যবহার করেন তথ্য-প্রযুক্তিবিদরা। এটি প্রযুক্তিগতভাবে পরিমাপের অন্যতম উপায় হলেও সাধারণ গ্রাহকের কাছে অনেক সময় তা ধাঁধার মত লাগে। এছাড়া এর মাধ্যমে তার কী পরিমাণ ডাটা প্রয়োজন এবং বাজারের বিভিন্ন প্যাক থেকে কোনটি বেছে নেবেন তা নিয়ে দ্বিধা-দ্ব›েদ্ব পড়েন গ্রাহকরা। এ সমস্যারই সমাধান নিয়ে এলো রবি’র আইবাডি অ্যাপ্লিকেশন। গ্রাহকরা যতবার খুশি এই প্যাকগুলো কিনতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবহারের সময়সীমা বাড়তে থাকবে। সময়ভিত্তিক এই ডাটা প্যাকে কী পরিমাণ মিনিট অবশিষ্ট আছে তা অ্যাপটিতে দেখানো হবে। ডাটা প্যাকের মেয়াদ শেষ হয়ে গেলে অ্যাপটি গ্রাহককে ইন্টারনেট সংযোগের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাবে। বিশেষ অফারগুলোর জন্য গ্রাহককে আইবাডি’র উপর নজর রাখতে এবং অ্যাপটি নিয়মিত আপডেট করতে হবে। এ ধরনের উদ্ভাবনীমূলক ডাটা প্যাক ব্যবহারের ফলে গ্রাহক কী ধরণের কন্টেন্ট বা অ্যাপ ব্যবহার করছেন তা নিয়ে ভাবতে হবে না, শুধু সময়ের দিকে খেয়াল রাখলেই চলবে। দেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সাথে সাথে গ্রাহকদের মাঝে ব্যবহারবান্ধব ও সহজে বোধগম্য ইন্টারনেট পণ্যের চাহিদা তৈরি হয়েছে। আইবাডি অ্যাপটি সে চাহিদাই পূরণ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন