শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মেগা ধারাবাহিক নাটক স্মৃতির আল্পনা আঁকি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৬ এএম

৪ অক্টোবার থেকে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’। ধারাবাহিকটি রবি থেকে বৃহ¯পতিবার রাত ৯.২০ মিনিটে প্রচার হবে। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরূপ দিয়েছন মাহসুদুল হাসান শাওন এবং পর্ব পরিচালক হিসেবে আছেন রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জে এস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, অবাক রিয়াদ, কোহিনুর আলম, তাজিন আহমেদ, মারুফ রহমান, ম আ সালাম, তন্দ্রা শ্রাবণ, পাভেল ইসলাম, কানিজ ফাতেমা কাসেম, হারুনুর রশীদসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, একটি কোম্পানীতে চাকরি পায় এহসান। সুযোগ পেয়ে যায় ঐ কোম্পানীর চেয়ারম্যানের সঙ্গে দেখা করার। তার মায়ের অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে দেখা করার। চেয়ারম্যান আরমান চৌধুরীকে অনুরোধ করার পর সুযোগ মিলে এহসানের মায়ের দেখা করার। অনেক অপেক্ষা করার পর চেয়ারম্যানের রুমে ঢুকেন তিনি। আরমান চৌধুরী তাকে বসতে বলেন। অনেক দিন পর এই কন্ঠ শুনলো আল্পনা। প্রায় পঁচিশ বছর। সামনের চেয়ারে বসে তাকিয়ে রইলো আল্পনা। ল্যাপটপে মনোযোগী আরমান চৌধুরী। ব্যস্ততা তাকে সামনের মানুষটার দিকে তাকানোর অবসর দেয় না। এভাবেই গল্পের সূত্রপাত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন