বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝালকাঠিতে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৪:৩১ পিএম

ঝালকাঠিতে রবিবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ১০টায় পৌরসভার ইপিআই সেন্টারে শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। জেলায় ৯০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা করেছে স্বাস্থ্য বিভাগ। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এ জন্য জেলা সদরসহ চারটি উপজেলা ও দুইটি পৌরসভায় ৮২২টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এসব কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, কাউন্সিলর তরুণ কর্মকারসহ পৌরসভার স্বাস্থ্য কর্মীরা। কেন্দ্রগুলোতে ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সের দশ হাজার ১২৭ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৭৯ হাজার ৯৩৪ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন