বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ হোক

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

বর্ষা শেষ। নদীনালা, খাল-বিল, জলাশয়ের পানি নিচে নেমে যাচ্ছে। চলে এসেছে মাছ চাষের সময়।এই সময় খালে-বিলে, পুকুরে, জলাশয়ে হবে বিভিন্ন ধরনের কার্প জাতীয় দেশি-বিদেশি মাছ চাষ। তাই মাছ চাষিরা মাছ চাষের আগে রাক্ষসী মাছ নিধনের জন্য খালে-বিলে, পুকুরে, জলাশয়ে প্রয়োগ করছে বিষাক্ত গ্যাস ট্যাবলেট অথবা কীটনাশক। এই বিষাক্ত গ্যাস ট্যাবলেট এবং কীটনাশক পানিকে বিষাক্ত করে ফেলছে। ফলে খাল-বিল, পুকুর ও জলাশয়ের নানা ধরনের পরিবেশ রক্ষাকারী পশু-পাখি, কীটপতঙ্গ (বক, হাঁস, সাপ, ভেজি, শিয়াল, ব্যাঙ, শামুক, ঝিনুক, কচ্ছপ ইত্যাদি) মারা যাচ্ছে। এছাড়া রাক্ষসী মাছ ছাড়াও দেশি জাতীয় ছোট মাছ বিলীন হয়ে যাচ্ছে একই কারণে। অথচ, কীটনাশক ছাড়া আরো দুইটি উপায়ে রাক্ষসী মাছ নিধন করা যায়, তাহল জাল টেনে এবং পানি সেচে। জাল টেনে এবং পানি সেচে রাক্ষসী মাছ নিধন করলে পরিবেশের তেমন আহামরি ক্ষতি হয় না। তবে বর্তমানে এই দুই পদ্ধতি কোনো চাষি ব্যবহার করছে না। এই বিষয় নিয়ে তেমন কোনো প্রচার-প্রচারণাও নেই। এইভাবে চলতে থাকলে বাস্তুসংস্থানের খুব খারাপ একটা প্রভাব দেখা দেবে। খাদ্যচক্র ভেঙে যাবে, পরিবেশ নষ্ট হবে। এই পদ্ধতি প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

শাবলু শাহাবউদ্দিন
রাজাপুর, পাবনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন