বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় ৩৪ জন করেনায় আক্রান্ত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৫:৩৮ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে সোমবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় আরো ৩৪ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৪২৬ জনে । তবে ৪৮ ঘন্টায় ৪২ জন সহ মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৩৪ জন। গত ৪৮ ঘন্টার মধ্যে সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাই ছিল ২৭। যার মধ্যে বরিশালেই অক্রান্ত ১৩ জন। গত ৪৮ ঘন্টায় জেলাটিতে ১৫ জন সহ মোট আক্রান্ত ৩ হাজার ৫৫২। এরমধ্যে মহানগরীতেই আক্রান্ত প্রায় ৩ হাজার ২শ। দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৭১ জনের। যারমধ্যে বরিশালেই মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর মহানগরীতে মারা গেছে ৫০-এর ওপরে। তবে গত ৫ দিনে দক্ষিণাঞ্চলে করেনা সংক্রমণে কোন মৃত্যু নেই।
এদিকে দক্ষিণাঞ্চল যুড়েই নমুনা পরিক্ষা উদ্বেগজনক হারে কমছে । গত ২৪ ঘন্টায় বরিশাল ও ভোলার দুটি পিসিআর ল্যাবে ১২৯ জনের নমুনা পরিক্ষায় ২৯ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ অঞ্চলে এখনো সনাক্তের হার ১৭%-এর ওপরে।
সোমবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় পটুয়াখালীতে ৭ জন করোনা সংক্রমণের শিকার হয়েছে। যার পুরোটাই সোমবারে। জেলাটিতে সর্বমোট ১,৪৩২ জন আক্রান্তের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৭ জন।
পিরোজপুরে গত ৪৮ঘন্টায় আরো একজন আক্রান্তের ফলে জেলাটিতে এ পর্যন্ত ১,০৮৭ জন আক্রান্তের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। ভোলাতে গত ৪৮ ঘন্টায় আরো ৮ জন আক্রন্তের ফলে জেলাটিতে মোট অক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৩৫ জনে। মৃতের সংখ্যা এখনো ৬ জনই রয়েছে।
বরগুনাতে গত ৪৮ ঘন্টায় আরো ১ জন আক্রান্ত হবার ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৯১৪ জনে। মৃতের সংখ্যা ২০। ঝালকাঠীতেও সোমবারে নতুনকরে ৭ জন আক্রান্তের ফলে আক্রান্তের মোট সংখ্যা দাড়িয়েছে ৭০৬ জনে। আগের দিন কোন আক্রান্ত ছিলনা। ৪টি উপজেলার এ জেলায় ইতোমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন