বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বেঁচে আছেন আফগান আম্পায়ার শিনওয়ারি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

বোমা হামলায় নিহত হয়েছেন- বিশ্ব মিডিয়ায় এমন খবরের শিরোনাম হয়েছিলেন আফগানিস্তানের আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। তবে এবার তিনি নিজেই জানালেন- দিব্যি বেঁচে আছেন, সুস্থও আছেন। যদিও বোমা হামলায় মারা গেছেন তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। আফগানিস্তানের গানখিল জেলায় স¤প্রতি এক আত্মঘাতী বোমা হামলার শিকার হয়ে মারা যান ৪০ জন। মুহ‚র্তেই খবর ছড়িয়ে পড়ে, এই হামলায় মারা গেছেন আফগান আম্পায়ার শিনওয়ারিও। ক্রিকেট দুনিয়ায় যখন তাকে হারানোর মাতম, তখন শিনওয়ারি নিজের ঘরেই আছেন। আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেলের এই সদস্য জানান, তার মৃত্যু নিয়ে ভুলভাবে সংবাদ প্রচার করা হয়েছে, ‘আমি জীবিত আছি। তবে হ্যাঁ, আমার দুই চাচার পরিবারের চার সদস্য ঐ হামলায় মারা গেছেন। গাড়ির চালকও মারা গেছেন। আরও দুইজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমি ঘরেই আছি এবং নিরাপদে আছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের জন্য এটা অনেক বড় ট্র্যাজেডি। কিন্তু কী করার আছে বলুন? সৃষ্টিকর্তার ইচ্ছার সামনে মানুষ অসহায়।’

২০১৭ সালে আম্পায়ার হিসেবে অভিষেক হওয়ার পর থেকে ৬টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শেনওয়ারি। এমনকি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের পেসার রুবেল হোসেনকে ডিমেরিট পয়েন্টও দিয়েছিলেন বিসমিল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন