শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এক বুক আশা নিয়ে রিও অলিম্পিকে গিয়েছেন সিদ্দিকুর রহমান। কিন্তু শুরুতেই তার আশা ভেঙে যায়। চুরমার হয়ে যায় স্বপ্নও। প্রথম রাউন্ড দুর্দান্তভাবে শুরু করলেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেননি দেশসেরা এই গলফার। বৃহস্পতিবার রাতে রিও অলিম্পিক গলফ কোর্সে খেলতে নামেন প্রথম বাংলাদেশী হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনকারী এই গলফার। কিন্তু প্রথম রাউন্ডেই মুদ্রার দু’পিঠ দেখতে হয় সিদ্দিকুরকে। শুরুর পারফরম্যান্স শেষ দিকে ধরে রাখতে না পারায় আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছেন তিনি। ৬০ জন প্রতিযোগীর মধ্যে ৫৬তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেন সিদ্দিকুর। তবে, গতকাল দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। পারের চেয়ে এক শট কম খেলে লিডার বোর্ডে ১৯তম অবস্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন তিনি। এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ১০টা) তার খেলা শেষ হলেও অন্যান্যদের খেলা চলছিল। শেষ পর্যন্ত যদি সিদ্দিকুর এই অবস্থানে থাকতে পারেন তাহলে তৃতীয় রাউন্ডটা ভালো ভাবেই শুরু করতে পারবেন লালসবুজের এই গলফার।
প্রথম রাউন্ডে ১৮ হোলের খেলায় প্রথম নয়টিতে দারুণ ছন্দে ছিলেন সিদ্দিকুর। ফ্রন্ট নাইনের খেলায় দুই বার্ডি ও একটিতে বগি করে পারের চেয়ে এক শট কম নিয়ে লিডারবোর্ডে উঠে এসেছিলেন যৌথভাবে ১৬তম স্থানে। কিন্তু পরের গল্পটা হতাশার। শেষ নয় হোলের পাঁচটিতেই পারের চেয়ে বেশি খেলেন (বগি) লাল-সবুজের গলফার। ১৩, ১৪ ও ১৫ নাম্বার হোলে টানা তিনটি এবং ১৭তম হোলে বোগি করেন। ব্যাক নাইন হোলে একটিও বার্ডির দেখা পাননি এশিয়ান ট্যুরে দুইবারের শিরোপাজয়ী সিদ্দিকুর। ফলে সব মিলিয়ে পারের চেয়ে চার শট বেশি (৭৫ স্ট্রোক) নিয়েই প্রথম রাউন্ড শেষ করেন তিনি। প্রথম রাউন্ডে সিদ্দিকুর ছাড়া পারের চেয়ে চার শট বেশি খেলেছেন মাত্র একজন। ফলে কাট এড়াতে হলে দ্বিতীয় রাউন্ডে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে সিদ্দিকুরকে। আন্ডার পার এইট স্কোর করে (৬৩ শট) লিডারবোর্ডের শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করেন অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন