শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আইসিসি ইমরান খানকে সম্মান জানাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ২:১৬ পিএম

৬৯তম জন্মদিনে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সম্মানে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১৯৫২ সালের ৫ অক্টোবর পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণ করেন ইমরান খান। ১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তার। ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েই ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন ইমরান খান

ক্রিকেট খেলেই বিশ্বে খ্যাতি লাভ করেন এই কিংবদন্তি। ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে বর্তমানে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইমরান খান

পাকিস্তানের এই জীবন্ত কিংবদিন্ত ক্রিকেটারের ৬৯তম জন্মদিন ছিল সোমবার। তার জন্মদিন উপলক্ষে বিশ্বের সাবেক, বর্তমান ক্রিকেটার, কোচ, ক্রীড়া বিশ্লেষক এমনকি বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইমরান খান ৮৮টি টেস্ট আর ১৭৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৭টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৫১৬ রান সংগ্রহ করেছেন। আর পেস বোলিংয়ে ত্রাস সৃষ্টি করে শিকার করেছেন ৫৪৪ উইকেট।ম্যাচজয়ী এই অলরাউন্ডারের জন্মদিনে টুইট করেছে আইসিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন