মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দেশকে মহাবিপর্যয় থেকে বাঁচাতে ফ্যাসিস্ট সরকারকে হটাতে হবে -ড. মোশাররফ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৩:৩১ পিএম

দেশকে মহাবিপর্যয় থেকে বাঁচাতে ফ্যাসিস্ট সরকারকে হটাতে হবে।' এই জন্য আগামী ২০ অক্টোবর উপজেলা নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, দেশ এক মহাবিপর্যয়ে নিপতিত। দেশজুড়ে বিরাজমান ছাত্রলীগ-যুবলীগের ধর্ষণ মহামারি। সরকারি দলের নেতা-কর্মী ও ক্যাডারদের জন্য মা-বোনদের সম্ভ্রমের নিরাপত্তা নেই। তাদের সিরিজ ধর্ষণের ঘটনায় জাতি হিসেবে আমরা লজ্জিত। ভোট ডাকাতির মাধ্যমে তারা ক্ষমতায় এসে দেশকে একটি মৃত্যুকুপে পরিণত করেছে। সরকারি দলের ধর্ষণ,চাঁদাবাজি, করোনা প্রতিরোধে চরম ব্যর্থতা,করোনা নমুনা ও ক্যাসিনো কেলেংকারী, সকল ক্ষেত্রে সীমাহীন দূর্নীতি ও খুনখারাবির প্রধান কারণ দেশের গণতন্ত্রহীনতা এবং বিচারহীনতা। আর এই সকল অপকর্মের অভিভাবক হচ্ছে বর্তমান সরকার। দেশকে এই মহাবিপর্যয় থেকে বাঁচাতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বর্তমান ফ্যাসিস্ট লুটেরা সরকারকে হটাতে হবে।
ড. মোশাররফ আজ মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি সদরে তাঁর বাসভবনে দাউদকান্দি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে এইসব কথা বলেন।
তিনি বলেন, কর্তৃত্বপরায়ণ অনির্বাচিত সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা কাউকে কথা বলতে দিতে চায় না। আজ দেশে মা-বোনের সম্ভ্রম ও মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। মত প্রকাশের স্বাধীনতা নেই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সরকার পুলিশকে দলীয় ক্যাডার বাহিনী হিসাবে ব্যবহার করছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছে তাই করছে। এইভাবে একটি দেশ চলতে পারে না, চলতে দেয়া যায় না।
বিএনপি'র নীতিনির্ধারক নেতা ড. মোশাররফ দাউদকান্দি উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করে দেশকে মহাবিপর্যয় থেকে বাঁচাতে এবং ফ্যাসিস্ট সরকারকে হটাতে দলীয় নেতা-কর্মীসহ সকলের প্রতি উদাত্ত আহবান জানান। দাউদকান্দি পৌর বিএনপি'র সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপির একেএম শামছুল হক, আবুল হাসেম, মিঞা মো. মিজানুর রহমান, এম.এ লতিফ ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন ও ফরিদা ইয়াসমিন ডলি, নূরুল আমিন নাঈম সরকার, মাহবুবুল হক হিরন, খন্দকার বিল্লাল হোসেন সুমন, দাউদকান্দি ছাত্র দলের সভাপতি রোমান খন্দকার প্রমুখ। পরে বিএনপি নেতা ড.খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দাউদকান্দি বিএনপির কার্যালয়ের সামনে থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে পৌর সদরে একটি বিশাল মিছিল বের করেছে। মিছিলে চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.রুহুল আমিন ও ফরিদা ইয়াসমিন ডলি,দলীয় নেতা-কর্মীসহ প্রচুর মানুষ অংশগ্রহণ করেন। এ সময় নৌকার প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন উপস্থিত হয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ধানের শীর্ষের প্রার্থী কাছে গিয়ে দোয়া ও ভোট চাইলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন