শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৫:০৯ পিএম

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় ব্লাড ডোনেশন গ্রুপ (বিডিজি) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জ এর নির্বাহী পরিচালক মো. রেদওয়ানুল ইকবাল রাহীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সাংবাদিক শাহিন আহমদ, সাংবাদিক সোহেল আহমদ, ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জ এর সভাপতি নোহান আহমেদ রনি, সদস্য মাহিন মোন্তাছির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজিব, সাইফুল ইসলাম, হাসান আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন