মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

নীলফামারী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ উপকমিটির এক সংবাদ সম্মেলন সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। রেজিস্ট্রেশনভুক্ত সংগঠনকে ভূইফোঁড় এবং সদস্যদের চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল শহরের বঙ্গবন্ধু সড়কের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার। তিনি বলেন, নীলফামারী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ উপকমিটি একটি রেজিস্টার্ড সংগঠন। সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী আসা-যাওয়া করছে। এ অবস্থায় নীলফামারী জেলা মালিক সমিতি এবং উপকমিটি বিমানবন্দরের কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সকল নিয়মনীতি মেনে মাইক্রোবাস ও কারযোগে পরিবহন সেবা দিয়ে আসছে। তিনি আরও বলেন, বিমানবন্দর একটি সংরক্ষিত এলাকা। তাই এ রকম একটি সংরক্ষিত এলাকায় পরিবহন সেবায় নিয়োজিত লোকজন সন্ত্রাসী কর্মকান্ড কিংবা চাঁদাবাজির করার কোনো সুযোগ নেই। অথচ তারপরও একটি অলনাইন নিউজপোর্টাল ও স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় মাইক্রোবাস, জীপ, কার পিকআপ উপকমিটিকে একটি ভুইফোঁড় সংগঠন উল্লেখ করে একটি মিথ্যা, বানোয়াট খবর প্রকাশ করেছে। এতে সংগঠনকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ উপকমিটির সভাপতি মো. মমতাজ আলী ও সম্পাদক মো. মানিক মিয়া প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন