বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এবার আসছে ভারতীয় গাঁজা

বিশেষ সংবাদদাতা, যশোর : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম


ফেনসিডিলের পাশাপাশি এবার সীমান্তপথে ভারতীয় গাজা আসছে। আগে টুকটাক আসলেও এখন আসছে কেজি কেজি। বিজিবি যশোরের রঘুনাথপুর সীমান্ত হতে ৭৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার ঘটনায় তা প্রমাণিত হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, পিএসসি দৈনিক ইনকিলাবকে জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। উক্ত মাদকদ্রব্য আটকে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রঘুনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার মো. শান্তি মিয়া এর নেতৃত্বে দুইটি বিশেষ মাদক বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সীমান্তের মেইন পিলার ২০/২ এস হতে ৮শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে রঘুনাথপুর গ্রামের মো. সুমন মিয়ার বাড়ি তল্লাশী করে রান্না ঘরের ভিতর থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও সর্বাঙ্গহুদা গ্রামের মো. বকুল হোসেন এর বাড়ি তল্লাশী করে কবুতরের বাক্স থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজাসহ সর্বমোট ৭৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

আমার এক নিকটাত্মীয় মদ-গাঁজা সেবন করত। স্বামী-স্ত্রী প্রায় সময়মই ঝগড়া হতো, স্বামী তার স্ত্রীর গায়ে অনেক সময় হাত তুলত। স্ত্রীও খুব বেশী একটা ছাড় দিত না। আবার স্ত্রীর বিরুদ্ধে অন্য পুরুষের সাথে দীর্ঘ দিন রাতে-বিরাতে গোপন ফোনালাপের অভিযোগ ছিল। তাদের দুই ছেলে আছে। স্বামী তার স্ত্রীর নামে ব্যাংক একাউন্টে ১৫-১৮ লাখ টাকার সম্পদ রেখেছিল। স্ত্রী বাপের বাড়ি গিয়ে সেগুলো হাত করে নেয় এবং নেশাখোর স্বামীর সংসার করবেনা বলে জানায়। এ অবস্থায় কয়েকটি ব্যর্থ আলোচনা বা বৈঠক হয়। প্রায় এক বছরের বেশী সময় পর স্ত্রী ওই স্বামীকে এক উকিলের মাধ্যমে ডাকযোগে ডিভোর্সলেটার পাঠায়। স্বামী বলে সে ওই লেটার রিসিভ ও সাইন করেনি। এর প্রায় এক বছর পর তার স্ত্রী ওই গোপন ফোনালাপের অভিযুক্ত ব্যক্তিকেই বিয়ে করে। প্রশ্ন হলো স্ত্রীর এ তালাক ও পরবর্তী বিয়ে ইসলামের বিধান মতে সঠিক ভাবে হয়েছে কি না? আর না হলে এখন করনীয় কি?

২১ জানুয়ারি, ২০২২, ৭:৪৮ পিএম

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন