শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার আহবান

আর চুপ থাকতে পারেননি সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

সা¤প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই একাধিক ধর্ষণ কিংবা নারী নির্যাতনের সংবাদ উঠে আসছে। নারীর প্রতি এমন পাশবিক আচরণের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আর তাতে সামিল হয়েছেন দেশ সেরা খেলোয়াড় সাকিব আল হাসানও। সামাজিকমাধ্যমে প্রতিবাদী এক স্ট্যাটাস দিয়েছেন এ অলরাউন্ডার।
বর্তমানে দেশের পরিস্থিতি এমন হয়েছে যে কোনো নারীই শতভাগ নিরাপদ নন। যেখানে নারীদের গর্ভেই জন্ম নেন পুরুষরা। নিজের মা, স্ত্রী, বোন ও কন্যার উদাহরণ টেনে নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপ‚র্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।’ তাই ধর্ষণের বিরুদ্ধে এবার প্রতিবাদী সাকিব। আর চুপ থাকবেন বলে জানান এ অলরাউন্ডার, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারিনা। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’
তাই ধর্ষণের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান এ অলরাউন্ডার, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’
স¤প্রতি সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ দেশে তুমুল আলোচনার সৃষ্টি করে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই নোয়াখালিতে গৃহবধ‚কে নিপীড়নের ঘটনা। আর বিচ্ছিন্নভাবে নানা ঘটনা উঠে আসছে প্রতিদিনই। সবমিলিয়ে তাই সারা দেশ যেন ফুঁসে উঠেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md moshiur rahman ৭ অক্টোবর, ২০২০, ১০:৩৫ এএম says : 0
সা¤প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই একাধিক ধর্ষণ কিংবা নারী নির্যাতনের সংবাদ উঠে আসছে। নারীর প্রতি এমন পাশবিক আচরণের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আর তাতে সামিল হয়েছেন দেশ সেরা খেলোয়াড় সাকিব আল হাসানও। সামাজিকমাধ্যমে প্রতিবাদী এক স্ট্যাটাস দিয়েছেন এ অলরাউন্ডার। বর্তমানে দেশের পরিস্থিতি এমন হয়েছে যে কোনো নারীই শতভাগ নিরাপদ নন। যেখানে নারীদের গর্ভেই জন্ম নেন পুরুষরা। নিজের মা, স্ত্রী, বোন ও কন্যার উদাহরণ টেনে নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপ‚র্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।’ তাই ধর্ষণের বিরুদ্ধে এবার প্রতিবাদী সাকিব। আর চুপ থাকবেন বলে জানান এ অলরাউন্ডার, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারিনা। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’ তাই ধর্ষণের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান এ অলরাউন্ডার, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন