শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সারাদেশে লাগাতার ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ২:৪২ পিএম

সারাদেশে নাগাতার ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা। বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থী, ফারিয়া চৌধুরী সমপ্রীতি, তারুন্য ইসলাম, এহসান আহমেদ আকাশ, রামীম ইসলাম, সৈরব আহমেদ সিয়াম, তামীমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সুনাম ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান।

এছাড়াও ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড আইনের দাবি জানান শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শতাধিক সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন