শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে কবর জেয়ারত শেষে বালু ও পাথর খেকোদের বিরুদ্ধে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৫:২২ পিএম

মৌলভীবাজার-১ আসনের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় আইনি নির্দেশনা রয়েছে। এছাড়া সেই পাথর ও বালুখেকোদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে এবং সম্পূর্ণরূপে এটি বন্ধ করতে আবারও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। বুধবার (৭ অক্টোবর) সিলেটে সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির অন্যতম সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন । এসময় মন্ত্রী জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সহযোগিতা কামনা করেন সাংবাদিকদের। এর আগে বুধবার বিকাল ৩টার দিকে সিলেট নগরীর মানিক পীর টিলায় বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারতে যান এবং জিয়ারত শেষে কামরানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মন্ত্রী শাহাব উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন