গত বুধবার ছিলো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু একবছর। এই দিনে সেই বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়গ্রাহী পোষ্ট করেছেন সময়ের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
বুধবার রাত আটটার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র কোরআন শরীফের সূরা আল-ইনফিতারের ১৩-১৪ নম্বর আয়াত উল্লেখ করে লিখেন, ‘শহীদ আবরার ফাহাদ যেন আবরারদের সাথেই পরম আনন্দে থাকে।’
ওই আয়াতে উল্লেখ করা হয়, ‘নিশ্চই আবরার তথা ন্যায়নিষ্ঠগণ থাকবে জান্নাতে পরম আনন্দে, আর ফুজ্জার তথা দুরাচারগণ থাকবে জাহান্নামে।’
উল্লেখ্য, ২০১৯ সালের বছরের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে-বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল কর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন। এরপরে গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন