বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনায় আক্রান্ত আতাউর রহমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন ৭৯ বছর বয়সী এ নাট্যনির্দেশক ও অভিনেতা। আতাউর রহমান বলেন, আমার শারীরিক অবস্থা ভালো। চলাফেরা স্বাভাবিক আছে। তবে স্বাদ একটু কম পাচ্ছি, গন্ধ ঠিক আছে। আতাউর রহমান গত ৫০ বছরে তিন ডজনের মতো মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন, দুই হাজার প্রদর্শনীতে অভিনয় করেন। বাংলাদেশের নাট্য আন্দোলনে অবদানের জন্য সরকার তাকে ২০০১ সালে তাকে একুশে পদকে ভ‚ষিত করে। নাটক ও শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি শহীদ মুনীর চৌধুরী পুরস্কার, লোকনাট্যদল পুরস্কার, কাজী মাহবুবউল্লাহ ট্রাস্ট পুরস্কারসহ নানা পুরস্কার লাভ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন