বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইসলামী হুকুমত ছাড়া ধর্ষণ দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

বাংলাদশে খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফজ্জেী বলছেনে, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনরে প্রবর্তক মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফজ্জেী হুজুর (রহ.) ও আল্লামা আহমদ শফীর (রহ.) এর অনুসরণে বাতেলের মোকাবেলায় আমাদেরকেও সংগ্রাম চালিয়ে যেতে হবে। অন্যথায় সমাজ থেকে ধর্ষণ,নারী নির্যাতন, খুন ও অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। তিনি বলেন, হযরত হাফজ্জেী হুজুর (রহ.) এর রাজনীতি ছিল ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি। প্রচলিত রাজনীতি তিনি করেননি। ২০১৩ সালে আল্লামা আহমদ শফি (রহ.) নাস্তিক্যবাদরে বিরুদ্ধে আন্দোলন করে তাদের আস্ফালন বন্ধ হয়েছিল। তিনি বলনে, দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠায় মেহনত চালিয়ে যেতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ মুন্সী কমিউনিটি সেন্টারে বাংলাদশে খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত হযরত হাফজ্জেী হুজুর (রহ.) ও আল্লামা আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজবিুর রহমান হামিদী, মুফতি ওমর ফারুক সন্দিপী, নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মুফতি ইমরান কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা এহতেরামুল হক উজানী, খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী কবির আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, মাওলানা আখতারুজ্জামান, মুশফিকুর রহমান জামালী ও মাওলানা শাহাবুদ্দিন কাসেমী। সভাপতির বক্তব্য আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, হযরত হাফেজ্জী হুজুর (রহ)ও আল্লামা আহমদ শফী (রহ.) দুজনেই আমাদরে প্রেরণার উৎস। তাদের অনুসরণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। খেলাফত আন্দোলন বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন, আমরা মূলের সাথে আছি ইনশাআল্লাহ আজীবন খেলাফত আন্দোলনের সাথেই কাজ করে যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন