শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

সুপ্রিম কোর্ট বারের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করা হয়েছে। সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দেশের চতুর্দশতম অ্যাটর্নি জেনারেল হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।

প্রেসিডেন্ট আবদুল হামিদ তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন। সরকারের ‘সন্তুষ্টিকাল’ পর্যন্ত তিনি সাংবিধানিক এ পদে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুর পর অ্যাটর্নি জেনারেল পদটি শূন্য হয়। তিনি টানা ১১ বছর এ পদে দায়িত্ব পালন করেন। শূন্যপদ পূরণে সেদিন থেকেই আলোচিত হচ্ছিল ৭টি নাম। এর মধ্যে শীর্ষে ছিল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনের নাম। অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন বর্তমানে সুপ্রিম কোর্ট বারের সভাপতি। এর আগেও তিনি বারের সভাপতি এবং এর আগে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্বভাবে বিনয়ী অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগের রাজনৈতিক আইনজীবী হিসেবে পরিচিত। তবে দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ফৌজদারি, রিট এবং কোম্পানি বিষয়ে অভিজ্ঞ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন