বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গাজীপুরে পোশাক শ্রমিকদের ভাঙচুর-সড়ক অবরোধ

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : ওভার টাইমের টাকা পরিশোধ করার দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের টিএনটি গেট এলাকায় বিক্ষোভ, ভাংচুর ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।বৃহস্পতিবার রাত ৮টার দিকে এপকট এ্যাপারেলস ও জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, ভাংচুর ও অবরোধ করে।গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুর রহমান বিষয়টি জানান।আন্দোলনরত শ্রমিকরা জানান, ৩১ জানুয়ারি শ্রমিকদের ওভারটাইমের টাকা পরিশোধের কথা থাকলেও তা না করে বৃহস্পতিবার পরিশোধ করার কথা বলে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবারও ওই টাকা পরিশোধ না করলে শ্রমিকরা বিকেলে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাংচুর করে।
এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করে। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আগামী রোববার ওভারটাইমের টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন