শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানাল তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১:০৩ পিএম

আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন তালেবান। গত বুধবার (৭ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় আফগানিস্তানে অবশিষ্ট সৈন্যদের ফিরিয়ে আনার কথা জানান।

ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে তালেবান প্রতিনিধি দলের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এটিকে দোহা চুক্তি বাস্তবায়নের ইতিবাচক দিক বলে মনে করেন।

তালেবান প্রতিনিধি বলেন, ‘চুক্তির বিষয়াবলি বাস্তবায়নে দলটি অঙ্গীকারাবদ্ধ। যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরির আশা করে তালেবান।’

এদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জানান, আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণার প্রেক্ষিতে ন্যাটো নিজেদের সৈন্যও প্রত্যাহার করবে। আমরা একসঙ্গে আফগানিস্তানে এসেছি। আবার একসঙ্গে দেশটি ত্যাগ করব।

গত ফেব্রুয়ারিতে দোহায় আমেরিকা ও তালেবানের মধ্যে আফগানিস্তানের দুই যুগ ধরে চলা যুদ্ধ বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নিরাপত্তা নিশ্চয়তা, স্থায়ী যুদ্ধ বিরতি ও আফগান সরকারে সঙ্গে শাসনকার্যে অংশীদার হওয়ার করা বলা হয়।

এর আগের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রবার্ট ওব্রিন জানান, আফগানিস্তানে বর্তমানে যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার সৈন্য আছে। এর মধ্যে আগামী বছরের ভেতর অর্ধেক সৈন্য ফিরে যাবে।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনের আগ মুহূর্তে আফগানিস্তানে চলমান অন্তহীন যুদ্ধের অবসান করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

সূত্র: আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
mostafizur rahman ৯ অক্টোবর, ২০২০, ৬:২০ পিএম says : 0
The Islam means PEACE and spread the peace all over the world.Any body or any power will want to destroy the peace ,the peace will destroy and defeat any mighty power of the world.The peace will remain , peace flag stand and wave in the world.My beloved country is Bangladesh.If any mighty power will want to destroy our Bangladesh peace.The peace mind of Bangladeshi will destroy the wave of devil conspiracy and will stand on the peace. Mostafizur Rahman Ex.freedom fighter, Bangladesh 1971 Canada
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন