শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহালছড়ি-নানিয়ারচর সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর সীমান্তের মধ্যআদাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টা থেকে প্রায় ২০ মিনিট ধরে সংগঠিত এ যুদ্ধে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর সেলিম জানান, ওই এলাকায় পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হওয়ার পরৃ মহালছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালায়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পরে আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে থেমে থেমে গুলিবিনিময় চলে। এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ায় অভিযান ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যে সেনা সদস্যরা গুলি চালাতে সতর্ক ছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন